পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইংরেজি বিভাগের উদ্যোগে বিশ্ব ইতিহাস ও সভ্যতা (জিইডি-৩০৫) কোর্সের অংশ হিসেবে একটি শিক্ষামূলক ফিল্ড ট্রিপ গত ২৬ নভেম্বর ২০২৪ তারিখে সফলভাবে সম্পন্ন হয়েছে। বগুড়ার প্রাচীন পুণ্ড্র সভ্যতার প্রত্নতাত্তিক স্থানসমূহ পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা বাংলার প্রাচীন ইতিহাস ও সভ্যতার বাস্তব অভিজ্ঞতা লাভ করে। এবারের ফিল্ড ট্রিপে শিক্ষার্থীদের সঙ্গে মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ও উপদেষ্টা (ছাত্র কল্যাণ) মো. নাজমুল হক এবং বিশেষ সহযোগী হিসেবে যোগ দেন ইংরেজী বিভাগের প্রভাষক মীর সাকিব আহনাফ। এই ফিল্ড ট্রিপের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের প্রাচীন সভ্যতা, প্রত্নতাত্তিক স্থান ও ঐতিহাসিক স্থাপত্য সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা প্রদান করা। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রাচীন পুণ্ড্র সভ্যতার প্রত্নতাত্তিক স্থানসমূহ ঘুরে দেখে তাদের ইতিহাসের জ্ঞানকে আরও সমৃদ্ধ করেছে বলে জানান। উপস্থিত শিক্ষকদের নির্দেশনা ও তথ্যপূর্ণ আলোচনা শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতাকে আরও উন্নত করেছে। এই ফিল্ড ট্রিপ শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে বলে ট্রিপ মেন্টর অধ্যাপক মোঃ নাজমুল হক মতামত দেন। পুণ্ড্র ইউনিভার্সিটি ভবিষ্যতেও এরকম শিক্ষামূলক ভ্রমণের আয়োজন অব্যাহত রাখবে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
- December 26, 2024
- PUB